শিরোনাম
টাঙ্গাইলে চার ফার্মেসিকে জরিমানা
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ২২:৩৪
টাঙ্গাইলে চার ফার্মেসিকে জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে অনুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং বিক্রির দায়ে চার ফার্মেসি মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের রেজিষ্ট্রিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান, জেলা ড্রাগ সুপার নার্গীস আক্তারসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন বলেন, অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অভিযোগে ঔষধ ফার্মেসির মালিক প্রণব সাহাকে ২০ হাজার, প্রভাত সাহাকে ১০ হাজার টাকা, আব্দুল লতিফকে তিন হাজার টাকা ও অরুণ চৌধুরীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ঔষধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় তাদের জরিমানা করা হয়। এ ছাড়া অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস করা হয়েছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


বিবার্তা/তোফাজ্জল/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com