শিরোনাম
কুড়িগ্রামে বিএসএফের ধাওয়ায় বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৬:৫৭
কুড়িগ্রামে বিএসএফের ধাওয়ায় বাংলাদেশীর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিয়ে খয়বর আলী (৪২) নামে এক বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ আর্ন্তজাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে।


নিহত খয়বর আলী দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের নজির হোসেনের পুত্র।


স্থানীয়রা জানান, বুধবার (১৫ জানুয়ারি) ভোরে গরু আনতে সীমান্ত এলাকায় যান ১০ থেকে ১২ জন বাংলাদেশী গরু ব্যবসায়ী। এসময় সীমান্তের নিকটবর্তী বিজিবির টহলদলকে দেখে তারা আত্মগোপন করতে বিভিন্ন স্থানে লুকিয়ে পড়ে। কিন্তু খয়বর আলী ভুলবশত ভারতের সীমানায় ঢুকে পড়েন।


এসময় ভারতের কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা খয়বর আলীকে দেখে ধাওয়া দেয়। খয়বর আলী জীবন বাঁচাতে দৌড়ে গিয়ে ব্রিজের ওপর থেকে জিঞ্জিরাম নদীতে লাফ দেয়। এরপর থেকে নিখোঁজ ছিলো খয়বর। পরে দুপুর আড়াইটার দিকে জিঞ্জিরাম নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে বিজিবি।


বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল এসকে আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত খয়বরের লাশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/সৌরভ/এসএ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com