শিরোনাম
পদ্মাসেতুতে বসছে ২১তম স্প্যান
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১৪:৩৮
পদ্মাসেতুতে বসছে ২১তম স্প্যান
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ২১তম স্প্যান ৩২ ও ৩৩ নম্বর পিলারের উপর বসানোর কাজ চলছে। স্প্যানটি বসানো গেলে দৃশ্যমান হবে সেতুর ৩ হাজার ১৫০ মিটার।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়া জনিত কারণে কিছুটা দেরিতে ১১টায় স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়।


সকাল ৯টা ২০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে নিয়ে যায় 'তিয়ান ই' ভাসমান ক্রেন। নির্ধারিত পিলারের কাছে পৌঁছায় সকাল ১১টার দিকে। ২০তম স্প্যান বসানোর ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২১তম স্প্যানটি।


পদ্মাসেতুর ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ৩৬টি পিলারের। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com