শিরোনাম
ফেনীতে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত ১৪
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২০, ১৬:৩৫
ফেনীতে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত ১৪
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর দাগনভূঞায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালক, হেলপারসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞায় থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৯ জনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর ৫ জন দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।


পুলিশ ও হাসপাতাল সূত্র জানা গেছে, সুগন্ধা দ্রুতযান সার্ভিসের একটি বাস (কুমিল্লা ল-৫০৫৮) নোয়াখালী যাচ্ছিলো। বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা থানার সামনে আসলে বিপরীত দিক থেকে আসা ফেনীগামী গাছ বহনকারী একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলির চালক, হেলপার ও বাসের যাত্রীসহ ১৪ জন আহত হন।


দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বাস ও ট্রলিকে আটক করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/সাব্বির/সোহেল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com