শিরোনাম
জয়পুরহাটে ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২০, ২০:২০
জয়পুরহাটে ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জয়পুরহাটে ১০ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের অর্থায়নে ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।


পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, জয়পুরহাটে এবার স্মরনকালের সব চেয়ে বেশী শীত পড়েছে। এমন শীতে হাজারো অসহায় মানুষ শীতে কাপছেন। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে আমার সাধ্যমত শীত বস্ত্র দিয়ে অসহায় মানুষের শীত নিবারনের চেষ্টা করেছি মাত্র।


তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা যে যার অবস্থান থেকে এসব হতদরিদ্র মানুষের পাশে দাড়ালে মানুষগুলোর মুখে হাসি ফোটাতো।


এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক আহসান কবীর এপ্লব, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রানা কুমার মন্ডল, সদস্য কে এম শহিদ ইকবাল সদু, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন সাবু, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত ।


মাংনী পাড়া মহল্লার আশি বছরের আমেনা বেগম কম্বল পেয়ে বেজায় খুশি। হাসিমুখে তিনি বলেন, শীতে অনেক কষ্ট হচ্ছিল, রাতে আর কষ্ট পেতে হবে না, এখন অনেক ভালো লাগছে।


পাঁচুর চক মহল্লার বৃদ্ধ আব্দুল খালেক বললেন, জয়পুরহাটে এমনিতেই শীত বেশী, শীতের কাপড় ছিল না, কম্বলটা পেয়ে বড় উপকার হল বাবা।


কাশিয়া বাড়ির বৃদ্ধা হামিদা বেগম জানান, ভিক্ষা করে খাই, সকালে উঠে সারাদিন মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে রাতে গিয়ে ঘুমাতে পারিনা, শীতে অনেক কষ্ট করি, কম্বলটি পেয়ে অনেক ভালো হয়েছে, আল্লাহ মেয়র সাহেবের ভালো করুক।


বিবার্তা/সোহেল রানা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com