শিরোনাম
গাজীপুরে গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২০, ১৯:২৭
গাজীপুরে গার্মেন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।


শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে সিটি করপোরেশনের কোনাবাড়ি জরুন এলাকার ইসলাম গার্মেন্টসের পঞ্চম তলায় আগুন লাগে। প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার স্টেশন, জয়দেবপুর, কালিয়াকৈর ও শ্রীপুর ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে। পরে প্রায় সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন্। আহতদের মধ্যে দুইজনকে কোনাবাড়ী ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আগুন পুরোপুরিভাবে নেভাতে আরো সময় লাগবে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।


বিবার্তা/তুহিন/সোহেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com