শিরোনাম
লক্ষীপুরে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:৩৮
লক্ষীপুরে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
লক্ষীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ১১ জানুয়ারি ২য় ধাপে প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে লক্ষীপুর জেলা সিভিল সার্জন।


সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় এটি নিশ্চিত করা হয়।


সভায় জেলা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল গাফফার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. নিজাম উদ্দিন লক্ষীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি জান্নাতুল ফেরদাউস নয়ন, সাধারণ সম্পাদক আবদুল মালেক।


অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রামার মাহবুবুল হক মাসুম।


এসময় বক্তারা বলেন, ভিটামিনের অভাবে শিশুর মৃত্যু ঝঁকি কমাতে সারাদেশে এক যোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে সরকার। এতে লক্ষীপুরের কোনো শিশু যাতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, এজন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মী প্রতিষ্ঠান হাট-বাজারে মাইকিং সহ সবাইকে অবহিতকরণ ও সচেতনা বৃদ্ধির আহবান জানানো হচ্ছে।


সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানো হবে। এতে ৬ থেকে ১১ মাসের শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।


ওই দিন লক্ষীপুরের ৫টি উপজেলায়র বিভিন্ন স্থানে ১ হাজার ৪৮৬ কেন্দ্রে ২ লাখ ৮৭ হাজার ৩২৬ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।


বিবার্তা/ সুমন/ শহিদুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com