শিরোনাম
এশিয়া হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ডে ভূষিত রুমা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৩:১৮
এশিয়া হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ডে ভূষিত রুমা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এশিয়া হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেয়েছে ফাতেমা পারুল।


শনিবার (১৫ ডিসেম্বর) ঢাকার শাহবাগে জাতীয় পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনার হলরুমে আয়োজিত ‘সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করনীয়’ শীর্ষক আলোচনা সভায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


এতে জেলা পরিষদ সফল সদস্য ও সমাজ সেবিকা হিসেবে বিশেষ অবদান রাখায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুলকে এশিয়া হিউম্যান রাইটস্ পিস অ্যাওয়ার্ড ১৯ সম্মাননা দেয় এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন।


সংস্থার মহাসচিব আর. কে. রিপনের উপস্থাপনায় ও সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান।


এতে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ভাষা সৈনিক লায়ন শামসুল হুদা, অধ্যাপক ড.এ.এন.এম মেশকাত উদ্দীন, অধ্যাপক মো. আহসান উল্লাহ বক্তব্যে প্রদান করেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সমন্বয়কারী তরুণ সাংবাদিক এসএম হান্নান শাহসহ বিভিন্ন দেশ বরণ্য কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সমাজ সেবক, রাজনীতিবিদ প্রমুখ।


প্রসঙ্গত, ফাতেমা পারুল নব জাগরণ মহিলা উন্নয়ন সমিতির মাধ্যমে মানব সেবা, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছেন। তিনি, বান্দরবানের লামা উপজেলার চাম্পাতলী গ্রামের শহীদ বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে ও পশ্চিম রাজবাড়ী গ্রামের বাসিন্দা আবদুল আজিজের স্ত্রী। ফাতেমা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদে দায়িত্ব পালন করছেন।


বিবার্তা/আরমান/শহিদুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com