শিরোনাম
মানবাধিকার প্রতিষ্ঠায় দেশ পিছিয়ে আছে: ন্যাপ মহাসচিব
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৮:০৩
মানবাধিকার প্রতিষ্ঠায় দেশ পিছিয়ে আছে: ন্যাপ মহাসচিব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিজয়ের ৪৮ বছরে অনেক সফলতা ও অগ্রগতি হলেও রাষ্ট্র ও সমাজে মানবাধিকার প্রতিষ্ঠায় দেশ পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেনন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া।


রবিবার (১৫ ডিসেম্বর) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। মানবাধিকার প্রতিষ্ঠায় স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হয়েছে যে চেষ্টা করা হয়েছে তা রাজনৈতিক সদিচ্ছার অভাবে বাধাগ্রস্থ হয়েছে।


তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে মেতে ওঠার আগে এসব অপূর্ণতার অনেকটুকুই পূরণ করা সম্ভব।


অনুষ্ঠানে মোঃ. মঞ্জুর হোসেন ঈসা সভাপতিত্ব করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, রাজনৈতিক মোঃ. শহীদুননবী ডাবলু, কৃষক নেতা মো. কামাল ভুঁইয়া, মো. শামিম ভুইয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম সেকুল, হামিদা খানম, মো. মঞ্জুরুল ইসলাম কাজল প্রমুখ।


বিবার্তা/শহিদুল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com