শিরোনাম
খুলনায় আরো এক পাটকল শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৫:০৯
খুলনায় আরো এক পাটকল শ্রমিকের মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার প্লাটিনাম জুট মিলের মেকানিক্যাল বিভাগের সোহরাব (৫৫) নামে আরো এক পাটকল শ্রমিকের মৃত্যু হয়েছে।


রবিবার (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৭টায় তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


রাষ্ট্রায়ত্ত পাটকল প্লাটিনাম জুট মিলের সভাপতি শাহনাজ শারমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্লাটিনাম জুট মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব সকালে মারা গেছেন। তিনি শ্রমিকদের অনশনকালে অসুস্থ হয়ে মনিষা ক্লিনিকে ভর্তি হন।


সুস্থ হয়ে শনিবার (১৪ ডিসেম্বর) কাজে যোগ দেন সোহরাব। নিউজ প্রিন্ট মিল গেটের বাসায় থাকা অবস্থায় অসুস্থ হলে ভোর সাড়ে ৬টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টায় মারা যায় তিনি।


এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনায় আমরণ অনশনে অসুস্থ হয়ে প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫) মারা যান।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে তারা এ অনশন কর্মসূচি পালন করছেন।


শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আহবানে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সোয়া ১টায় তিন দিনের জন্য অনশন স্থগিত করেন শ্রমিকরা।


বিবার্তা/তুরান/শহিদুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com