শিরোনাম
মাগুরায় ক্রিকেটারদের মানববন্ধন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৫:৪২
মাগুরায় ক্রিকেটারদের মানববন্ধন
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরায় ক্রিকেট কোচের বিরুদ্ধে নানা অনিয়ম, নির্যাতন ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। পরে খেলোয়াড়রা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ক্রীড়া সংস্থা বরাবর স্মারকলিপি প্রদান করেন।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক ক্রিকেট খেলোয়াড় মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন।


এ সময় জেলার কৃতি ক্রিকেটার মিনহাজুল ইসলাম ইমন লিখিত অভিযোগে মাগুরার জেলার ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কির বিরুদ্ধে জেলা দলের অধিনায়ক পাপাই বৈদ্যসহ বেস কয়েকজন খেলোয়াড়দেরকে দৈহিক নির্যাতন, অনিয়ম, অর্থ আদায়, ও তার প্রত্যাহারসহ ১২ দফা দাবি তুলে ধরেন।


অভিযুক্ত ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কি খেলোয়াড় নির্যাতনের কথা স্বীকার করে অন্য অভিযোগগুলো ষড়যন্ত্র বলে দাবি করেন।


এছাড়া মানববন্ধনে সাবেক জেলা ক্রিকেট দলের অধিনায়ক শেখ মনছুর ইসলাম মাগুরার ক্রিকেটের উন্নয়নে নতুন কোচ নিয়োগসহ ৬ দফা দাবি তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন, কৃতি ক্রিকেটার সোহানুর রহমান, মনির হোসেন, রনি, রাজিব, আসলাম প্রমুখ।


বিবার্তা/কাসেমুর রহমান/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com