শিরোনাম
চাঁদপুরে ইলিশের সরবরাহ কমলেও দেশি মাছের প্রাচুর্য
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৪
চাঁদপুরে ইলিশের সরবরাহ কমলেও দেশি মাছের প্রাচুর্য
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদপুরের পাইকারি বাজারে দেশি প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। ইলিশের সরবরাহ কমে গেলেও চাষ করা দেশি মাছে বেশ জমজমাট। আর সরবরাহ বাড়ায় ব্যবসায়ী ও শ্রমিকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।


চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ইলিশ মৌসুমের শেষ সময়, তাই সরবরাহ একেবারেই কম। ইলিশ নির্ভর পাইকারি এ মাছের বাজার এখন নানা প্রজাতির মাছে ভরা।


পাশের জেলা শরীয়তপুর, লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থান থেকেও ব্যাপারিরা মাছের চালান নিয়ে চাঁদপুরে আসছেন। দেশি প্রজাতির চাষ করা এসব মাছের মধ্যে রয়েছে- রুই, কাতল, মৃগেল, তেলাপিয়াসহ নদীর পোয়া মাছও।


অন্যদিকে ইলিশের সরবরাহ কমে গেলেও দেশি মাছের কারণে খুশি বলে জানালেন ব্যবসায়ী নেতারা।


পাইকারি মাছ ব্যবসায়ী সম্রাট ব্যাপারি বলেন, রুই কাতলগুলো এখন চাঁদপুর ঘাটে ১২ মাসই আমদানি হচ্ছে।


চাঁদপুর মৎস্য বণিক সমিতি লিমিটেডের পরিচালক সুমন খান বলেন, ব্যবসায়ীরা মোটামুটি ভালো আছি এবং আমাদের শ্রমিকরাও ভালো আছেন।


মৌসুমের এসময় প্রতিদিন চাঁদপুরের পাইকারি বাজারে দেশি প্রজাতির চাষের মাছ সরবরাহ হচ্ছে ১২শ’ থেকে দেড় হাজার মণ পর্যন্ত।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com