শিরোনাম
কুয়াশা বেশি পরলে সবজির দামও বাড়ে ময়মনসিংহের বাজারে
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১৫:৪০
কুয়াশা বেশি পরলে সবজির দামও বাড়ে ময়মনসিংহের বাজারে
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। প্রতিদিনই সরবরাহ বাড়ছে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাউ, গাজরসহ নানা ধরনের সবজির। তবে কমেনি দাম। অন্যান্য সবজির দামও বেড়েছে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা।


রবিবার (১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের বাজার গুড়ে দেখা যায় শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বাজারে কমছে না দাম। প্রতি কেজি সবজিতে ১০-২০টাকা পর্যন্ত দাম বাড়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা।


বাজারে সবজির আমদানির ওপর দামের কম-বেশি নির্ভর করে। শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৩০ থেকে ৫০ টাকা, ফুলকপি, বাঁধাকপি ৩০-৫০ টাকা, শীত লাউ ৪০-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ডাটা, করলা, পটল, শসা, কাঁচা মরিচও বিক্রি হচ্ছে বাড়তি দামে।


এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলেন, সবকিছুর দাম বেশি। আমাদের মত মধ্যবিত্ত পরিবারের জন্য চলা দায় হয়ে গেছে। দাম কমার কোনো লক্ষণই নেই।


ব্যবসায়ীরা বলছেন, চাহিদার চেয়ে সবজির আমদানি কম হওয়ায় দাম কিছুটা বেড়েছে। শিমের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৮ টাকা। মরিচের বেড়েছে ১৫ টাকা। শীতে কুয়াশা বেশি পরলে সবজির দামও বেড়ে যায়।


এদিকে, বাজারে মুলাশাক, পালংশাক, লাউশাকসহ সবধরনের শাকের দাম কেজিতে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত কমেছে।


বিবার্তা/বাপ্পী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com