শিরোনাম
কুষ্টিয়ায় ১০দিন পর কবর থেকে কলেজ ছাত্রের মরদেহ উত্তোলন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১৮:০৫
কুষ্টিয়ায় ১০দিন পর কবর থেকে কলেজ ছাত্রের মরদেহ উত্তোলন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে কবর দেয়ার ১০দিন পর কামরুজ্জামান ইমন নামে এক কলেজ ছাত্রের মরদেহ উত্তোলন করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (৩০নভেম্বর) সকালে উপজেলার গোবিন্দগুনিয়া কবরস্থান থেকে ইমনের মরদেহ উত্তোলন করা হয়।


মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, গত ২০নভেম্বর মধ্য রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজিবি সেক্টরের সামনে সমর্পণ মাদক নিরাময় কেন্দ্রে ওই কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের হয়। এ ঘটনার পর ওই মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চাালিয়ে ওই প্রতিষ্ঠানের মালিকসহ ৩জনকে গ্রেফতার করা হয়। একই সাথে সীলগালা করা হয় ওই মদক নিরাময় কেন্দ্র। মামলার অধিকতর তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে ইমনের মরদেহ উত্তোলন করা হয়েছে।


নিহত ইমন রাজশাহী সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলো। তার বাড়ি মিরপুর উপজেলার কাদেরপুল গ্রামে।


গত ১৯ নভেম্বর কলেজ ছাত্র কামরুজ্জামান ইমনকে মিরপুর বিজিবি সেক্টর এলাকার সমর্পণ মাদকাসক্তি মানসিক চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করেন পরিবারের সদস্যরা। ২০ নভেম্বর ওই কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইমনকে মিরপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর ময়নাতদন্ত ছাড়া ইমনকে তড়িঘরি করে দাফন করা হয়।


বিবার্তা/শরীফুল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com