শিরোনাম
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯, ১৭:৪৯
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে আবদুল গনি (৩০) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা। সোমবার (২৫নভেম্বর) রাত ৮টার দিকে চাকুলিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।


নিহত আবদুল গনি (৩০) উপজেলার চাকুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।


নিহতের ভাই মনি জানান, সোমবার রাতে চাকুলিয়া সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ছয়-সাতজন গরু ব্যবসায়ী ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বেশ কিছু ভারতীয় নাগরিক ধাওয়া দিয়ে আবদুল গণিকে ধরে ফেলে। এ সময় ভারতীয়রা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।


এ ব্যাপারে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান বলেন, আমি শুনেছি সীমান্তে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/সাগর/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com