শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৩ সদস্যের মৃত্যুদণ্ড
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ১৭:৫৩
চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৩ সদস্যের মৃত্যুদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নেতা রহুল আমীন ওরফে সালান হত্যা মামলায় জেএমবির তিন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বাকি চার জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।


সোমবার (২৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জে জেলার নাচোল থানার চানপাড়া এলাকার মৃত এরশাদ আলী ছেলে সানোয়ার, গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম রাজারামপুর এলাকার মৃত. কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম ও একই উপজেলার বালুগ্রাম দক্ষিণটোলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুস শুকুর।


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সদস্যরা হলো, সামসুল হক, সাইফুল ইসলাম, শামীম, আব্দুল মোতাকাব্বির ওরফে ফাহিম।


রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সানোয়ার পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিল।


প্রসঙ্গত, জেএমবি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ২০১২ সালের ২৬ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে আসামিরা সালমানকে হত্যা করে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com