শিরোনাম
চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে ৬ স্তরের নিরাপত্তা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ২০:২৩
চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে ৬ স্তরের নিরাপত্তা
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন সময়ে ৬ স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করবে চট্টগ্রাম মহানগর পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে চট্টগ্রামের ম্যাচের নিরাপত্তার বিষয় তুলে ধরেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।


সিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার ব্যাপারে আমরা ইংল্যান্ডকে আশ্বস্ত করতে পেরেছি বলেই তারা এদেশে আসতে সম্মত হয়েছে। ইংল্যান্ড দলের প্রতিটি খেলোয়াড়কে ভিআইপি মর্যাদায় নিরাপত্তা দেওয়া হবে। খেলার সময় সামগ্রিক নিরাপত্তা আমরা ৬টি স্তরে ভাগ করেছি। প্রতিটি স্তরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হবে।


এই স্তরগুলো হচ্ছে, খেলোয়াড়দের যাওয়া-আসার সময় সামনে-পেছনে পুলিশ ও র‌্যাবের টহল গাড়ি দিয়ে এসকর্ট দেওয়া, বিমানবন্দর ডিউটি, রুট ডিউটি, হোটেলে ডিউটি, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামকেন্দ্রিক ডিউটি এবং এম এ আজিজ স্টেডিয়াম কেন্দ্রিক ডিউটি।


নিরাপত্তার দায়িত্বে থাকবে বিশেষায়িত সোয়াট টিম, বোমা ডিসপোজাল টিম, কুইক রেসপন্স টিম, স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ডিবি, র‌্যাব, ফায়ার সার্ভিস, সাদা পোশাকে পুলিশ ফোর্স এবং সিআইডি ফরেনসিক টিম। এই টিমগুলোর মধ্যে সোয়াট টিম দামপাড়া পুলিশ লাইনে স্ট্যান্ডবাই থাকবে। তাদের যখন প্রয়োজন হবে তখন মাঠে নেয়া হবে।


দর্শকদের জন্য নির্দেশনা দিয়ে সিএমপি কমিশনার বলেন, দর্শকরা ব্যাগ, ব্যাকপ্যাক ,বোতল, ক্যান, সফট ড্রিংকস, টিফিন বক্স, ক্যামেরা, পানির বোতল, কোন প্রকার খাবার, ইলেক্ট্রনিক ডিভাইস, ক্যাবল বা তার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। তবে লাঠিবিহীন জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।


বিবার্তা/রাজু/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com