শিরোনাম
চাঁদপুরে কিশোর গ্যাং রোধে পুলিশের সাঁড়াশি অভিযান
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৪:৩৬
চাঁদপুরে কিশোর গ্যাং রোধে পুলিশের সাঁড়াশি অভিযান
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্তমান সময়ে স্কুল-কলেজ পড়ুয়া কিশোরদের নিয়ে অভিভাবকদের আলাদা দুশ্চিন্তার নাম কিশোর গ্যাং। সারা দেশের ন্যায় চাঁদপুরেও এই উঠতি বয়সী কিশোররা সিনিয়র-জুনিয়র দাবি, ছিনতাই-চাঁদাবাজি, ইভটিজিংসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এ ধরনের সামাজিক অপরাধ থেকে কিশোরদের রক্ষা করতে চাঁদপুরের পুলিশ প্রশাসন হাত গুটিয়ে বসে নেই।


প্রতিদিনই স্কুল-কলেজ চলাকালীন সময়ে ও সন্ধ্যার পরে কোনো শিক্ষার্থীকে রাস্তায় আড্ডারত অবস্থায় দেখলেই আটক করছে পুলিশ।


গত এক সপ্তাহে শতাধিক স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের উপস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। সম্প্রতি স্কুল চলাকালীন সময়ে কিশোর গ্যাংয়ের কয়েকজন বখাটে প্রকাশ্য দিবালোকে চাঁদপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র দেলোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে।


এ ঘটনার পর থেকে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনার সাথে জড়িতদের আটক করে পুলিশ। প্রতিদিন সকাল সন্ধ্যায় শহরের বিভিন্ন পয়েন্টে কিশোর গ্যাং সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করছে তারা।


এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ব্যাপারে অভিভাবক, শিক্ষক ও জন প্রতিনিধিরা আমাদের কাছে অভিযোগ করেছেন। তারা তাদের সন্তান নিয়ে দুশ্চিন্তায় আছে। আমরা চাঁদপুরকে কিশোর গ্যাং মুক্ত করব। প্রতিদিন অভিযান হচ্ছে অভিযান অব্যাহত থাকবে।


তিনি আরো জানান, গত এক সপ্তাহে শতাধিক স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। পরে অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। কিশোর গ্যাং রোধে সবার সচেতন হতে হবে, বিশেষ করে অভিভাবকদের। তাদের সন্তান কোথায় যায়, কি করে, সে দিকে দৃষ্টি দিতে হবে।


এদিকে পুলিশের এ সাঁড়াশি অভিযানের কারণে শহরে এখন বখাটেদের অনাগোনা অনেকাংশে কমে গেছে।


সচেতন মহলের দাবি এ অভিযান অব্যাহত রাখতে হবে। পাশাপাশি পাড়া-মহল্লার চায়ের স্টলগুলোতেও অভিযান চালাতে হবে। এই স্টলগুলোতে সন্ধ্যার পর বখাটেদের আড্ডা বসে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com