শিরোনাম
ময়মনসিংহ থেকে দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগ
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১১:২৪
ময়মনসিংহ থেকে দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশাপাশের দুরাল্লার সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে ময়মনসিংহ আন্তঃজেলা মাসকান্দা ও পাটগুদাম বাস টার্মিনালে অনির্দিষ্ট কালের এ ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।


এদিকে, ময়মনসিংহ থেকে বাস চলাচল বন্ধ থাকায় ময়মনসিংহ রেল স্টেশনে যাত্রীদের তীব্র চাপ।অনেক যাত্রী টিকিট না পেয়েও জোর করে ট্রেনে উঠছেন।


খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার সকালে ময়মনসিংহ আন্তঃজেলা মাসকান্দা ও পাটগুদাম বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এ সুযোগে মাহেন্দ্র, মিনি পিকআপ, মাইক্রোবাসসহ ছোট গাড়িগুলোতে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।


পরিবহন চালক ও শ্রমিকরা বলেন, নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ আমাদের বিভিন্ন দাবি রয়েছে। নতুন আইনে কেউ যদি দুর্ঘটনার করলে পড়ে মারা যায় তাহলে চালককে পাঁচ লাখ টাকা জরিমানা দিতে হবে। তাই নতুন আইনে গাড়ি চালাতে অপারগতা প্রকাশ করেছেন চালক ও শ্রমিকরা।


বিবার্তা/বাপ্পী/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com