
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়ার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশের স্পেশাল টিম।
সোমবার (১৮ নভেম্বর) রাতে নগরীর বেলপুকুর থানার বিসমিল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন মোড় থেকে তাদের ধরা হয়। এ নিয়ে এ মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা কামাল হোসেন সৌরভ, দুই নম্বর আসামি মুরাদ, তিন নম্বর আসামি শান্ত ও ছয় নম্বর আসামি সালমান ওরফে টনি।
মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহমেদ আল মামুন জানান, তারা আত্মগোপন করে বেলপুকুরে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়।
অনুপস্থিতির কারণে পরীক্ষার ফরম পূরণ করতে না দেয়ায় নিজ কার্যালয়ের সামনে থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে অধ্যক্ষককে ক্যাম্পাসের ভেতরের পুকুরে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে সাঁতার জানার কারণে তিনি প্রাণে রক্ষা পান।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]