শিরোনাম
লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজ ডুবে ৩ শ্রমিক নিখোঁজ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১২:২৪
লঞ্চের ধাক্কায় বালুবাহী জাহাজ ডুবে ৩ শ্রমিক নিখোঁজ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জে মেঘনায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবিতে ৩ শ্রমিক নিখোঁজ হয়েছেন।


রবিবার (১৭ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গজারিয়া লঞ্চঘাটের কাছে মেঘনায় বরিশাল থেকে ঢাকার সদরঘাটগামী লঞ্চ এমভি কীর্তনখোলা-২ এর ধাক্কায় ঘুমন্ত চার শ্রমিকসহ জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে পুলিশ।


নিখোঁদের মধ্যে রয়েছেন-আসলাম (২৪) ও এমাইদুল (৩৮)। এছাড়া নিজাম (৪০) নামে অপর এক শ্রমিক তীরে উঠতে সমর্থ সক্ষম হয়েছেন।


এ ঘটনায় আটক করা হয়েছে, লঞ্চের চালক মো. শহিদুল ইসলাম, দুই মাস্টার জাহাঙ্গীর হোসেন ও ইউনুচ ব্যাপারীকে।


গজারিয়া থানার ওসি হারুন-অর-রশীদ জানান, রাতে চলাচলের কারণে বালুভর্তি একটি জাহাজকে কোস্টগার্ড আটক করে গজারিয়া ঘাটের কাছে নোঙর করে রাখা বালু বোঝাই জাহাজটি এ ঘটনায় ডুবে গেছে।


কোস্টগার্ডের স্টেশন অফিসার এম এম আসিফ জানান, রবিবার সকালে ঢাকার সদরঘাট থেকে লঞ্চটির চালক মো. শহিদুল ইসলাম এবং দুই মাস্টার জাহাঙ্গীর হোসেন ও ইউনুচ ব্যাপারীকে আটক করা হয়েছে।


চালক মো. শহিদুল ইসলামের দাবি ‘কুয়াশা থাকায় খুব কাছে আসার পর জাহাজটি দেখা যায়। দ্রুত বেগার দেয়ার আগেই বালুর জাহাজটি ডুবে যায়।


বালুর জাহাজটির মালিক রহুল আমিন বলেন, চাঁদপুর থেকে বালু ভর্তি করে কিন্তু সেখানে জাহাজ রাখার জায়গা না থাকায় বাড়ির কাছে চরহোগলার কাছে মেঘনায় নিয়ে আসা হচ্ছিল।


‘রাতে চলাচলের কারণে কোস্টগার্ড এটি আটক করে নিয়ে যায়।’


মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তলব করা হয়েছে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com