শিরোনাম
ভোলায় ট্রলারডুবির ঘটনায় আরো ৯ জেলের লাশ উদ্ধার
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ২২:৪০
ভোলায় ট্রলারডুবির ঘটনায় আরো ৯ জেলের লাশ উদ্ধার
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ভোলার চরফ্যাশনেমেঘনা নদীতে ট্রলারসহ নিখোঁজ ২৪ জেলের মধ্যে নয় জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১নভেম্বর) রাত ৯টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি টিম লাশগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


ডুবে যাওয়া ট্রলার থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে চরফ্যাশন থানার ওসি আরেফিন সিদ্দিক জানান, চাঁদপুরে মাছ বিক্রি করে আম্মাজান-২ নামে মাছ ধরার একটি ট্রলারে ২৪ জন মাঝিমাল্লা নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মাছ ঘাটের উদ্দেশে আসছিল। রবিবার (১০নভেম্বর) দুপুরে ট্রলারটি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ইলিশা নদীতে হঠাৎ ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ডুবে যায়।


তিনি জানান, এ সময় ১০ জেলে অক্ষত অবস্থায় উদ্ধার হয়ে ফিরে আসে। কিন্তু নিখোঁজ থাকেন ১৪ জেলে। এরপর ওই ট্রলারের মধ্যে নিখোঁজ জেলেদের একজন খোরশেদ মাঝির লাশ পাওয়া যায়। বাকি ১৩ জেলেদের মধ্যে সোমবার (১১নভেম্বর) রাত ৯টার দিকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।


নিখোঁজ ১৩ জেলে হচ্ছেন চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকার মোসলেম মাঝির ছেলে কবির (৩০), নাসিম (৪০), নাসির (৪৫), জসিম (৩৫), হেজু (৩৫), নুরাবাদ এলাকার ইয়াসিন পাটোয়ারির ছেলে মো. নবী (২৬), নুরুল ইসলাম নজু (২৫), আমিনাবাদ এলাকার জামাল বিশ্বাসের ছেলে রফিক বিশ্বাস (৪০), কামাল (৩০), সলেমান মাঝির ছেলে মফিজ (৩০), আব্বাস মুন্সি (৪০), ইসমাইল খাঁর ছেলে বেলাল (২৮) ও হাসান মোল্লা (৩৫)।


তবে এই ১৩ জনের মধ্যে কোন ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে তা জানা যায়নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com