শিরোনাম
কাদায় আটকে পড়া হাতিটি বাঁচানো গেল না
প্রকাশ : ১০ নভেম্বর ২০১৯, ১৬:২৮
কাদায় আটকে পড়া হাতিটি বাঁচানো গেল না
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় কাদায় আটকে পড়া বন্য হাতিটিকে আর বাঁচানো গেল না। রবিবার (১০ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে গত শুক্রবার (৮ নভেম্বর) চুনতি নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় হাতিটি কাদায় আটকা পড়ে। শনিবার (৯ নভেম্বর) সকালে হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়।


তৌছিফ আহমেদ বলেন, ‘গতকাল (৯ নভেম্বর) হাতিটিকে উদ্ধার করার পর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের (চকরিয়া) চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান তার চিকিৎসা শুরু করেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে হাতিটি মারা গেছে।’


তিনি আরো বলেন, ‘কাদামাটি পরিষ্কার করার পর দেখা যায়, হাতিটি গ্যাংগ্রিনে (পচনশীল ঘা) আক্রান্ত ছিল। পেছনের দুই পায়ে ঘা থাকায় হাতিটি কাদায় আটকে যায়। গ্যাংগ্রিনের কারণে ওই দুই পা অবশের মতো ছিল। চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ কারণেই হাতিটির মৃত্যু হয়েছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com