শিরোনাম
নারায়ণগঞ্জে ৩৫০ বস্তা সরকারি চালসহ বাবা-ছেলে আটক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ১১:০৪
নারায়ণগঞ্জে ৩৫০ বস্তা সরকারি চালসহ বাবা-ছেলে আটক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির চালসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। এসময় ৩৫৬ বস্তা চাল, চাল বিক্রির নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়।


বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তিরবাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।


আটকরা হলেন- চাল ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম নুরু ও তার ছেলে ছগির হোসেন।


সরকারি চাল দোকানে বিক্রি হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের নেতৃত্বে শান্তিরবাজারে অভিযান চালানো হয়। এসময় বাবা-ছেলেকে আটক করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শান্তিরবাজারে অভিযান চালানো হয়। এসময় দেখা যায় দরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচি লেখা বস্তা খুলে কয়েকজন অন্য নতুন বস্তায় চাল ভরছেন। এসময় ৩৫৬ বস্তা চাল, নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি চালের চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়। এ চাল দরিদ্রদের কাছে বিক্রির জন্য। সরকারি নিয়ম অনুযায়ী ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি দরে এ চাল বিক্রি করতে হবে। অন্য কোথায়ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।


তিনি আরো জানান, এ চাল কোথা থেকে এলো এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া করা হবে।


অনেক দিন ধরে আটকরা ১০ টাকা কেজির চাল কিনে বস্তা পরিবর্তন করে ব্যবসা করছেন বলে স্থানীয়রা জানান। অভিযানে আড়াইহাজার থানা পুলিশের এসআই আতাউর রহমানসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com