শিরোনাম
ফেরি চলাচল ব্যাহত, পাটুরিয়ায় যানজট
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ১২:১৩
ফেরি চলাচল ব্যাহত, পাটুরিয়ায় যানজট
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে করে পারের অপেক্ষায় পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। তবে নাব্যতা সংকট নিরসনে পাটুরিয়া ফেরি ঘাটে ড্রেজিংয়ের কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।


শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।


পাটুরিয়া ঘাটের নাব্যতা সংকটের কারণে ফেরি ঘাটের ৩, ৪ ও ৫ নম্বর পন্টুনের সবকটি পকেটে ফেরি ফিরতে না পারায় কিছু সময় অপেক্ষায় থাকতে হচ্ছে নৌরুট পার হতে আসা যানবাহনকে।


বিআইডব্লিউটিসি’র ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান (পাটুরিয়া ঘাট শাখা) বলেন, নাব্যতা সংকটের কারণে পদ্মা নদীতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। গত কয়েকদিন যাবত নাব্যতা সংকট নিরসনে বিআইডব্লিউটিএ ড্রেজিংয়ের কাজ করছে পাটুরিয়া ঘাট অংশে।


শুক্রবার সরকারি বন্ধ থাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে পাটুরিয়া ঘাটে। এ ঘাটে পারের অপেক্ষায় দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাক, শতাধিক যাত্রীবাহী পরিবহন এবং পাঁচ নম্বর ঘাট দিয়ে ছোট ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) সরাসরি পার হচ্ছে। এছাড়া অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধের গাড়িসহ জরুরি পচনশীল পণ্যবোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বর্তমানে এ নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। বাকি তিনটি ফেরি ভাসমান কারখানা মধুমতীতে আছে বলেও জানান ওই কর্মকর্তা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com