শিরোনাম
না’গঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৫:৩০
না’গঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়াণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় জাহাঙ্গীর (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।


দণ্ডিত জাহাঙ্গীর রূপগঞ্জ থানার মঙ্গল খালী এলাকার মো. রবিউল্লাহর ছেলে।


মামলা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার মুড়াপাড়া সিনেমা হলের পেছন থেকে আসামি জাহাঙ্গীরকে ৩০ গ্ৰাম হিরোইনসহ গ্রেফতার করে। পরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করেন।


নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, ২০১১ সালের রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মাদক মামলায় আসামি জাহাঙ্গীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com