শিরোনাম
ঝালকাঠিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৯, ১৭:২৬
ঝালকাঠিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠিতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মো. দুলাল খান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় সেলিনা বেগম নামের একজনকে খালাস দেয়া হয়েছে।


সোমবার (২৮ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


সাজাপ্রাপ্ত মো. দুলাল খান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউডা গ্রামের মো. ফকরউদ্দিনের ছেলে।


আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১২ এপ্রিল গবাদিপশুকে খাবার দিতে দেরি করায় দুলাল খান ক্ষিপ্ত হয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রী হনুফা বেগমের গোপনাঙ্গে সরু লাঠি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় হনুফা বেগমের বড় ভাই হাজি আল মামুন বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. রব আকন্দ ২০০৮ সালের ২১ আগস্ট দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার এ রায় দেন।


সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের অতিরিক্ত পিপি এম আলম খান কামাল এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com