শিরোনাম
বিমানবন্দরে আটক, ১৪ বছর কারাদণ্ড
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৯, ১৫:৪১
বিমানবন্দরে আটক, ১৪ বছর কারাদণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫টি সোনার বারসহ আটক এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।


দণ্ডিত শাহাদাত হোসেন (৩১) আনোয়ারা উপজেলার বটতলি নূর পাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে।


আদালতের পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ১৪ বছরের সাজার পাশাপশি আসামিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।


মামলার নথি থেকে জানা যায়, শাহাদাত হোসেন ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় সন্দেহ হওয়ায় তল্লাশী করে তার কাছে ১৫টি সোনার বার পাওয়া যায়।


এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল হেলিম ভূঁইয়া মামলা করেন। ওই বছরের ২৫ মার্চ অভিযোগপত্র দেয়ার পর অভিযোগ গঠন করা হয় ২০১৭ সালের ১১ জুলাই।


মামলায় ৬জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় দেয়া হয়। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com