শিরোনাম
জয়পুরহাটে হত্যা মামলায় ৭ জনের ফাঁসি
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৬, ১৭:৫০
জয়পুরহাটে হত্যা মামলায় ৭ জনের ফাঁসি
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে ২০০৬ সালে চাঞ্চল্যকর আব্দুল মতিন (৩০) হত্যা মামলার ৭ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার বেলা ৩টায় জেলা ও দায়রা জজ আব্দুর রহিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ধারকী গ্রামের ওয়াজেদ আলী তোরাফ (৪৫), চৈতুন মোল্লা (৪৩), ছাফাদুল (৩৮), মছিরউদ্দিন (৪৮), আনু (২০), আবু হাসান দিলীপ (২৫) ও মন্টু মিয়া (৩০)। এদের মধ্যে মন্টু পলাতক রয়েছেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামি হলেন একই গ্রামের মাহবুব আলম বাবু (২৫)।
এছাড়া বিচার চলাকালে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ২৭ অক্টোবর সকালে ধারকী গ্রামের আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই রাতেই নিহতের ভাই সদর থানায় নয় জনকে আসামি করে মামলা করেন।
পরে ২০০৭ সালের ৩০ মার্চ তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম রব্বানী নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
বিবার্তা/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com