শিরোনাম
জাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৯, ১১:১১
জাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের উপার্চায অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে উপাচার্যের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে উপাচার্যের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের এ অবরোধ চলবে বিকেল ৪টা পর্যন্ত।অবরোধের কারণে অফিস কক্ষে প্রবেশ করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।


আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, আজকের মধ্যে দুর্নীতির দায় নিয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পদত্যাগ না করলে আগামী শনিবার থেকে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনসহ অনির্দিষ্ট কালের জন্য অবরোধ কর্মসুচী চলবে।


এদিকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, তিনি কোনো দুর্নীতি করেনি তাই পদত্যাগও করবেন না।


বিবার্তা/শরীফুল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com