শিরোনাম
মাগুরার ফটকি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ২২:১৪
মাগুরার ফটকি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরার শালিখা উপজেলার ফটকি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ প্রতিযোগিতায় ৪টি নৌকা অংশ নেয়। এসময় ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে নদীর দু’কুলে হাজার হাজার মানুষকে দাড়িয়ে থাকতে দেখা যায়।


মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে শালিখা উপজেলার আড়পাড়া বণিক সমিতি এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে।


সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, আড়পাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরোজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমেদ।


বিকাল ৪টায় নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। কাঁসা আর ঢোলের তালে তালে নৌকাগুলো প্রতিদ্বন্দ্বিতায় নামে। সকাল থেকেই আড়পাড়া, টিলা, দরিশলই, সিংড়া, তালখড়ি, চুকিনগর, বরইচারা, এলাকার হাজার হাজার মানুষ ফটকি নদীর দু’পাড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন।


প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের নড়াইলের পেড়লী গ্রামের আনোয়ার মোল্যার নৌকা প্রথম স্থান অর্জন করে জিতে নেয় ২০ হাজার টাকা। কাপাসহাটি গ্রামের ওলিয়ার রহমানের রানার তরী নামের নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে নগদ ১৫ হাজার টাকা এবং স্থানীয় টিলা গ্রামের হাফিজার মৃধার নৌকাটি তৃতীয় স্থান অর্জন করে জিতে নেয় ১০ হাজার টাকা।


বিবার্তা/শ্রাবণ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com