শিরোনাম
বাল্য বিয়ে: বর ও কনেকে লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১৬:৫২
বাল্য বিয়ে: বর ও কনেকে লাখ টাকা জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বাল্য বিয়ে ভেঙে দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। বাল্য বিয়ের দায়ে বর ও কনে পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তরফপুর ও মির্জাপুর পৌর সদরের বাওয়ার কুমারজানি এলাকায় ২টি বাল্য বিয়ের ঘটনা ঘটে।


জানা যায়, তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের সোনা মিয়ার ছেলে আসিফ (২৬) একই ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ছহিম মিয়ার মেয়ের (১৫) সাথে বিয়ের দিন ধার্য করা হয়। একই দিনে পৌর সদরের বাওয়ার কুমারজানি গ্রামের বাবলু দেওয়ানের ছেলে রাকিব দেওয়ান (১৯) সাথে ছিটমামুদপুর গ্রামের মান্নান মিয়ার মেয়ে (১৬) বিয়ের দিন ধার্য করা হয়।


পরে গোপন সংবাদের ভিত্তিতে দুটি বাল্য বিয়ের অনুষ্ঠানে হাজির হন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মঈনুল হক। পরে বাল্য বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বর ও কনে পক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তারা বিয়ে করবে না এই মর্মে মুচলেকা দেন।


এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক জানান, সচেতনতাই পারে আমাদের সমাজকে বাল্য বিয়ে মুক্ত করতে। এজন্য বাল্য বিয়ে রোধে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।


বিবার্তা/তোফাজ্জল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com