শিরোনাম
গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৭ আসামির মৃত্যুদণ্ড
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১৫:৩৭
গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৭ আসামির মৃত্যুদণ্ড
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেলার আক্কেলপুরে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে দণ্ডপ্রাপ্তদের দুজনকে পাঁচ লাখ এবং অন্যদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এবিএম মাহমুদুল হক এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- আক্কেলপুর উপজেলার মারমা গ্রামের সোহেল তালুকদার, দেওড়া সোনারপাড়া গ্রামের আফজাল হোসেন, গুচ্ছগ্রামের রাহিন ও আজিজার রহমান, সাখিদার পাড়ার ফেরদৌস আলী, সোনারপাড়ার মজিবর রহমান এবং জগতি গ্রামের রুহুল আমীন।


আদালতে রাষ্ট্রপেক্ষ ছিলেন আইনজীবী ফিরোজা চৌধুরী এবং বাদী পক্ষে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলামসহ আরো পাঁচজন।


আইনজীবী ফিরোজা চৌধুরী জানান, ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রাতে দেওড়া আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা ও উজ্জল মহন্তের স্ত্রী আরতী রাণীকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আসামিরা গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরতী মারা যায়।


এ ঘটনায় আরতীর স্বামী উজ্জল মহন্ত বাদী হয়ে সাত জনকে আসামি করে আক্কেলপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানীর পর আজ রায় ঘোষণা করা হয়।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com