শিরোনাম
পাকুন্দিয়ায় শ্রমিক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৩:৩৪
পাকুন্দিয়ায় শ্রমিক লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে রবিবার পৌরসদরের ভূমি অফিস সংলগ্ন মাঠে বিকেল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নাজমুল হক দেওয়ান সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।


সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শ্রমিকলীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, কটিয়াদী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা আ.লীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর।


জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল ও উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে শ্রমিকলীগসহ আ.লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


পরে সন্ধা ৭টায় জেলা শ্রমিকলীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দের সঞ্চালনায় নাজমুল হক দেওয়ান সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। আর কোনো প্রার্থী না থাকায় তাদের দুজনকে নির্বাচিত ঘোষণা করেন জেলা শ্রমিক লীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম। এ সময় তিনি আগামি এক মাসের মধ্যে ৪৫সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জেলা কমিটি বরাবরে পাঠাতে বলেন।


বিবার্তা/হৃদয়/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com