শিরোনাম
সিরাজগঞ্জে অজগর সাপ উদ্ধার
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৯:৩৪
সিরাজগঞ্জে অজগর সাপ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের বেলকুচিতে একটি কামরাঙা গাছের ডাল থেকে ৯ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’র সদস্যরা।


উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামের রেজাউল করিম নামে এক ব্যক্তির বাড়ির গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়।


দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, সকালে রেজাউল করিমের বাড়ির কামরাঙা গাছের উপর অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। সাপটিকে দেখে কৌতুহলী জনতার ঢল নামে ওই বাড়িতে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটিকে বন বিভাগের এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র রায়ের কাছে হস্তান্তর করা হয়।


রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ পরির্দশক জাহাঙ্গীর কবির জানান, দি বার্ড সেফটি হাউসের সদস্যরা সাপটিকে উদ্ধার করে। খবর পেয়ে আমরা সেটিকে নিজেদের হেফাজতে রেখেছি। শিগগিরই অজগরটি বঙ্গবন্ধু ইকোপার্কে অবমুক্ত করা হবে।


বিবার্তা/রিয়াদ/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com