শিরোনাম
মাগুরায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৭:৫৫
মাগুরায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাগুরার মহম্মদপুরের মধুমতি নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মুকুল (৩২) ও সবুজ (২৫) নামে দুই মৎস্য শিকারীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।


রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসিফুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার।


উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানান, ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু আসাধু ব্যক্তি মধুমতি নদীতে কারেন্ট জাল ফেলে ইলিশ ধরার চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালসহ মুকুল ও সবুজ নামে দুই মৎস্য শিকারীকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং আটকৃতদের মাথাপিছু তিন হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়।


বিবার্তা/শ্রাবণ/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com