শিরোনাম
শ্বশুরবাড়ি থেকে ফেরার সড়কে প্রাণ গেলো যুবলীগ নেতার
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ১১:২৩
শ্বশুরবাড়ি থেকে ফেরার সড়কে প্রাণ গেলো যুবলীগ নেতার
রাজশাহীর বাঘায় নিহতের স্বজনদের আহাজারি।
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর বাঘা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত জামরুল ইসলাম (২৫) নামে এক যুবলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।


নিহত জামরুল উপজেলার আড়ানী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের মরহুম আফাজ উদ্দিনের ছেলে।


জানা যায়, ১৫ অক্টোবর শ্বশুরবাড়ি আলাইপুর থেকে অটোরিকশায় স্ত্রী-সন্তান নিয়ে নিজ বাড়ি আড়ানী এলাকায় ফিরছিলেন যুবলীগ নেতা জামরুল।


ওই দিন রাত ৮টার দিকে তিনি চকসিংগা গ্রামের মসজিদ এলাকায় পৌঁছালে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে এক গাছের সঙ্গে ধাক্কা খায়।


এতে পরিবারের সবাই আহত হয়। আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। স্ত্রী ও ছেলে সুস্থ হলেও জামরুল ইসলাম ৫ দিন চিকিৎসাধীন থেকে শনিবার সকাল ৮টার দিকে মারা যান।


আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল জানান, জামরুলের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি শোক প্রকাশ করছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com