শিরোনাম
‘অপরাধী যতই শক্তিশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে’
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৯, ১৯:৪৪
‘অপরাধী যতই শক্তিশালীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে’
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অপরাধী যতই শক্তিশালীই হোক না কেন পুলিশ তাকে আইনের আওতায় আনবে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।


শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধবিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে ১৬তম কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।


এসময় ডিআইজি বলেন, বর্তমানে বাংলাদেশ এখন নিরাপদ। এই দেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাস চলবে না। কোনো অপরাধী দেশে আইনশৃঙ্খলার অবনতি করার চেষ্টা করলে তাকেও আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।


অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদসহ আরো অনেকে।


বিবার্তা/শরিফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com