শিরোনাম
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৯, ১৫:৩৪
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার বেলটিয়াবাড়ী মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার আউলটিয়া গ্রামের প্রদীপ রাজবংশীর ছেলে দুইখা রাজবংশী (২৭), নাগরপুর উপজেলার পাইনশা গ্রামের পানু বাদ্যকারের ছেলে মরন দাস সুমন (৩২), ময়মনসিংহের নরকোনা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৫৫) এবং গাইবান্ধার উত্তর ধর্মপুর গ্রামের হাসানুর প্রধান (২৭)।


এ সময় তাদের কাছ থেকে একটি মিনি ট্রাক, দুটি ছোরা, দুটি পাইপ, একটি লোহার রড, দুটি কাটার উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।


পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ডিউটি টিম জানতে পারে সদর উপজেলার বেলটিয়াবাড়ী মোড় বিদ্যুৎ অফিসের সামনে বেশ কয়েক জন ডাকাত দল একটি মিনি ট্রাকসহ ডাকাতি করার জন্য সমবেত হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ চার জনকে গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি কয়েকজন পালিয়ে যায়।


পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা গাইবান্ধা এবং ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। এ ব্যাপারে মামলা দায়েরর প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে বলে পুলিশ সুপার জানায়।


বিবার্তা/তোফাজ্জল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com