শিরোনাম
বরিশাল ইন্টার্ন চিকিৎসক হোস্টেল থেকে ইয়াবা উদ্ধার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৯, ১৫:১৪
বরিশাল ইন্টার্ন চিকিৎসক হোস্টেল থেকে ইয়াবা উদ্ধার
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ইন্টার্নি চিকিৎসকদের এফ এম নূর উর রাফী হোস্টেলে অভিযান চালিয়ে ৫২০টি ইয়াবা ও মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়েছে।


এ সময় রিফাত খান নামে এক মাদক কারবারিকে ওই হোস্টেলের তিন তলার ৩০৩ নম্বর কক্ষ থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টা ধরে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের উপস্থিতিতে এ অভিযান চালায় পুলিশ।


হাসপাতালের পরিচালক বলেন, তাদের সীমানাপ্রাচীর অতটা প্রোটেক্টেড নয়; এজন্য পাশের এলাকা আলেকান্দা থেকে মাদকসেবীরা এসে ছাত্রদের ভয়-ভীতি দেখিয়ে হোস্টেলে মাদক গ্রহণ করে। তবে এসব মাদক সেবন বা কারবারিদের বিরুদ্ধে ছাত্র সমাজের সাহসী হয়ে প্রতিরোধ করতে হবে।


নগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, মাদক গ্রহণ বা ব্যবসার সাথে হোস্টেলের ইন্টার্নি চিকিৎসকরা জড়িত কিনা তা তদন্ত শেষে বলা যাবে।


বিবার্তা/জসিম/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com