শিরোনাম
টাঙ্গাইলে শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৫:২৫
টাঙ্গাইলে শিক্ষকদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমগ্র বেসরকারি শিক্ষপ্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ ননএমপিওভুক্তকরণ অবসর সুবিধা ও কল্যান ট্রাস্টের ৬% পূর্নবহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল বেসরকারি শিক্ষক কর্মচারী চাকরি জাতীয়করণ আন্দোলন বাস্তবায়ন কমিটি।


বুধবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারী চাকরি জাতীয়করণ আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেনে তারা।


মানববন্ধন চলাকালে অধ্যাপক এ কে এম আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও অধ্যাপক এস, এম মনিরুজ্জামানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যাপক তরুন ইউসুফ, আব্দুল্লাহ আল মামুন, সোরহাব, মাসুদ, মিজানুর রহমান, আব্দুল লতিফ, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম শাহিন, শান্ত, শাহজাহান কবির, আলমগীর হোসেন, হযরত আলী, পুলিশ লাইন্স্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, হাসান আলী, মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুল বাছেদ, আনিছুর রহমান, আব্দুল আলী আকন্দ, আবুল কালামসহ জেলা উপজেলা পর্যায়ের শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ।


এ সময় বক্তরা বলেন, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও একনীতির শিক্ষা ব্যবস্থা চালু এখন সময়ের দাবি। তাই চাকরি একযোগে জাতীয়করণই হলো শিক্ষা বাচাঁনোর একমাত্র সমাধান।


বিবার্তা/তোফাজ্জল/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com