শিরোনাম
সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১১:৪০
সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ফুটবল খেলা নিয়ে বিরোধে সহপাঠীদের ছুরিকাঘাতে জায়েদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।


বুধবার (১৬ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত জায়েদুল ইসলাম উপজেলার দত্তপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।


এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১১ জনকে আসামি করে নিহতের মা নূরজাহান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।


পুলিশ রাতেই সাবেক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনকে গ্রেফতার করেছে। মশিউর রহমান এ ঘটনায় জড়িত বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি আহমেদ কবীর হোসেন।


তিনি জানান, জায়েদুল গত বছর এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। মঙ্গলবার সে নিজ বাসা দত্তপাড়া থেকে রিকশায় স্কুলে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে যাওয়ার পথে তার সহপাঠীরা মুখে কালো কাপড় পরে জায়েদুল ইসলামকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়।


পরে তাকে পরিবারের লোকজন চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়।


বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত জায়েদুলের পরিবার সূত্রে জানা যায়, আন্তঃস্কুল ফুটবল খেলা নিয়ে সহপাঠীদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। আর এ জের ধরে এ ঘটনা ঘটেছে।


পরীক্ষার দুদিন আগে জাহেদুল তার স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানায়। এতে সে পরীক্ষা দেয়া নিয়ে নিরাপত্তার আশঙ্কার কথা প্রধান শিক্ষককেও অবহিত করে।


এ বিষয়ে প্রধান শিক্ষক শোয়েব মোহাম্মদ রুপু জানান, জাহেদুল তাকে এ বিষয়টি জানিয়েছিল।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com