শিরোনাম
`দুর্নীতিবাজরা সম্পদ লুকিয়ে রাখার জায়গা পাবে না'
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৪:৪৫
`দুর্নীতিবাজরা সম্পদ লুকিয়ে রাখার জায়গা পাবে না'
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন বলেছেন, দুর্নীতিবাজরা সম্পদ লুকিয়ে রাখার জায়গা পাবে না।


সোমবার রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাতক্ষীরা প্রেসক্লাব, মেহেরপুর প্রেসক্লাব, জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সম্মানে সাতক্ষীরা জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন বলেন, এতদিন যারা দুর্নীতি-অনিয়মের মাধ্যমে লুটপাটে ব্যস্ত ছিলেন, যারা দুর্নীতির টাকায় এখানে জমি, ওখানে ফ্ল্যাট, গাড়ি, এফডিআর করেছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে। এখন সময় এসেছে তারা এসব সম্পদ লুকিয়ে রাখার জায়গা পাবেন না।


বাংলাদেশে এখন সুশাসনের সুবাতাস বইতে শুরু করেছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে সেই প্রযুক্তি আসছে, যখন একটি মাত্র হাতের আঙুলের ছাপ দিয়ে মুহূর্তের মধ্যে আপনার সম্পর্কে সব তথ্য জানা যাবে। আপনার কবে কোথায়, কী সম্পদ হয়েছে তাও জানা যাবে। কোনো কিছুই লুকিয়ে রাখতে পারবেন না। সবাইকে জবাবদিহিতা করতে হবে।


তিনি বলেন, চুরি-ছিনতাইয়ের সাথে জড়িতদের চেয়ে বড় অপরাধী দুর্নীতিবাজরা। চুরি-ছিনতাইয়ের টাকা তবু দেশে খরচ হয়। কিন্তু বড় বড় দুর্নীতিবাজরা দেশের সম্পদ লুটের টাকা বিদেশে পাচার করে। আমরা এতদিন দেখেছি অবৈধ অর্থ দিয়ে বাড়ি-গাড়ি, জমি কেনার প্রতিযোগিতা। এখন দেখব অবৈধ অর্থ লুকানোর প্রতিযোগিতা ও ফেলে দেয়ার প্রতিযোগিতা। দেশে যে দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে এবং কেউ অনিয়ম করে ছাড় পাবেন না।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান।


বিবার্তা/ সেলিম/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com