শিরোনাম
লালমোহনে আ.লীগ প্রার্থী তুহিন পৌর মেয়র নির্বাচিত
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১২:৪৬
লালমোহনে আ.লীগ প্রার্থী তুহিন পৌর মেয়র নির্বাচিত
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয় হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. এমদাদুল ইসলাম তুহিন। আর এবারই প্রথম ভোলার লালমোহন পৌরসভায় ইভিএম ভোটগ্রহণ পদ্ধত্বিতে ভোট দিয়েছেন ভোটাররা।


সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সম্পন্ন হয়। ইভিএম ত্রুটির কারণে ১২ ওয়ার্ডে মধ্যে ২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা বিলম্বিত হয়। রাত ৮টা নাগাদ ওই দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।


লালমোহন পৌর ১২ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের মো. এমদাদুল ইসলাম তুহিন পেয়েছেন ১১ হাজার ৩৬৯ ভোট। অপরদিকে বিএনপির প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন ২ হাজার ৩০৪ ভোট।


নির্বাচনে কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী নির্বাচওে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন মেহের। ২নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন অহিদউল্যাহ মাস্টার, ৪নং ওয়ার্ডে রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডে ঈমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ডে জহিরুল ইসলাম মাসুদ, ৭নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ডে সাইফুল কবীর, ৯নং ওয়ার্ডে হিরণ হায়দার, ১০ নং ওয়ার্ডে সিরাজ মেম্বার, ১১ নং ওয়ার্ডে এহসানুল হক ফরিদ, ১২ নং ওয়ার্ডে জসিম ফরাজী।


সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জান্নাত বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লুৎফা বেগম।


এদিকে বিএনপি প্রার্থী সোহেল আজীজ শাহিন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর নেতাকর্মীরা বিএনপির এজেন্টদের অধিকাংশ ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি। জনগণ ধানের শীষে ভোট দিয়েছে। কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)’র মাধ্যমে সেই ভোট পরিবর্তন করা হয়েছে।


লালমোহন পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ১০০ জন। যাদের মধ্যে পুরুষ নয় হাজার ৭০৩ জন এবং নারী নয় হাজার ৯৯৭ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট ৬২ প্রার্থী, যাদের মধ্যে মেয়র পদে দু’জন।


বিবার্তা/শাহিন/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com