
সিরাজগঞ্জে ট্রাকচাপায় মো. আলাউদ্দিন (৪০) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলাউদ্দিন সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
সদর থানার এএসআই আশুতোষ চন্দ্র জানান, সকালে বাইসাইকেলে করে সবজি নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আলাউদ্দিন। এসময় সিরাজগঞ্জ এমএ মতিন বাস টার্মিনালের পশ্চিম পাশে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বিবার্তা/এরশাদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]