শিরোনাম
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১৭:৪৯
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।


রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ ঝুঁকি প্রবণ এলাকা। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব। তাই দুর্যোগকালীন পূর্ব প্রস্তুতির ওপর আলোচকরা বেশি গুরুত্বারোপ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরেই ১৯৭২ সালে দুর্যোগঝুঁকি হ্রাস কার্যক্রম শুরু করেন। সে সময়ে প্রাকৃতি দুর্যোগে আক্রান্ত মানুষের আশ্রয়ের জন্য মুজিবকেল্লা তৈরি করা হয়। বহুতল ভবন নির্মাণে যথাযথ বিল্ডিং কোড মেনে চলার জন্য বক্তারা সকলকে আহ্বান জানান।


এ সময় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়।


বিবার্তা/তুরান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com