শিরোনাম
লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৯, ১২:৫০
লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে মুহাম্মদ আবদুর রহমান (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।


শনিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চরম্বার মাইজবিলা দুর্গম পাহাড়ি এলাকা আবাসন প্রকল্পের পূর্ব পার্শ্বে হাজারি খোলা ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।


আবদুর রহমান ওই এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন।


ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, ঘটনার দিন রাতে কৃষক আবদুর রহমান উল্লেখিত স্থানে প্রতিদিনের মতো তার রোপণকৃত পাকা ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। এসময় হঠাৎ একদল বন্য হাতি এসে তার ধানক্ষেত নষ্ট করে এবং একপর্যায়ে তার ওপর আক্রমণ চালায়। এসময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বিবার্তা/রিফাত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com