শিরোনাম
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ২১:১৪
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙা বাজার তাজুল উলুম কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসানের বাড়ি রংপুর জেলায়।


জানা যায়, শুক্রবার সকালে মেহেদী হাসানসহ কয়েকজন ছাত্র ওই মাদ্রাসা সংলগ্ন মসজিদের সামনে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার সময় ব্যাডমিন্টনের ফুল মসজিদের চালে আটকে পড়ে। মেহেদী ফুল আনতে মসজিদের চালে উঠলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হায়দারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মির্জাপুর থানার এসআই হাবিব বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com