শিরোনাম
যশোরে ঘুষের টাকাসহ রেজিস্ট্র অফিসের কর্মচারী আটক
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৯, ১১:০৯
যশোরে ঘুষের টাকাসহ রেজিস্ট্র অফিসের কর্মচারী আটক
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরের ঝিকরগাছা উপজেলা রেজিস্ট্রি অফিসের আলোচিত কর্মচারী রবিউল নিজ অফিস থেকে ঘুষের টাকাসহ দুদকের জালে ধরা পড়েছেন।


বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় আড়াই ঘন্টা অভিযান চালিয়ে ঘুষের এক লাখ ৩৩ হাজার ২৭ টাকা ও সরকারি ৪২ হাজার ২৬৫ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান, দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত।


এদিকে দুদকের অভিযান টের পেয়ে পালিয়ে যান টাকার ব্যাগসহ রেজিস্ট্রি অফিসের ‘ঘুষের টাকার ক্যাশিয়ার’ জহুরুল মহুরি।


দুদক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝিকরগাছা রেজিস্ট্রি অফিসে কেরানি রবিউলের নেতৃত্বে একটি ঘুষ সিন্ডিকেট গড়ে উঠে। এ নিয়ে প্রায়ই ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। রবিউলের সিন্ডিকেটে ঘুষের টাকা দুটি অংশে ভাগ করা হয়। যার একটি থাকে রবিউলের কাছে এবং অপর অংশটি থাকে জহুরুল মহুরির কাছে।


আটক কেরানি রবিউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহুরুলের কাছে ঘুষের টাকা থাকার কথা স্বীকার করেছেন।


প্রতি সপ্তাহে ঘুষের টাকা ওই দুজনের কাছে জমা হয় প্রায় সাত লাখ টাকা। এ ঘুষের টাকা থেকে ক্ষমতাসীন কতিপয় মাস্তান, উঠতি নেতাসহ বিভিন্ন জনকে ভাগ দেয়া হয়ে থাকে বলেও স্বীকার করেছেন রবিউল।


প্রায় আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদে রবিউল দুদক কর্মকর্তাদের কাছে ঝিকরগাছায় তার ও জহুরুলের নিকট থেকে ওই ঘুষের টাকায় ভাগ নেয়া কয়েকজনের নাম প্রকাশ করলেও দুদক কর্মকর্তারা তদন্তের স্বার্থে নামগুলো বলতে রাজি হননি।


রবিউল এমন চাকরি করেও যশোরের শংকপুরে আলিশান তিনতলা বাড়ি করেছেন। সম্প্রতি রবিউলের দুর্নীতির তথ্য রানা নামে একজন মহুরি সাংবাদিকদের নিকট ফাঁস করে দেয়ায় ক্ষমতারধর রবিউল স্থানীয় কয়েকজনের সাথে যোগসাজসে সাবরেজিস্ট্রার মশিয়ুর রহমানের উপর চাপ প্রয়োগ করে মহুরি রানাকে বরখাস্ত করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে পত্রিকায় একাধিক সংবাদও প্রকাশিত হয়।


বিবার্তা/তুহিন/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com