শিরোনাম
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল স্বাভাবিক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ১৫:৪১
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল স্বাভাবিক
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ সময় বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। প্রায় সাড়ে ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।


মঙ্গলবার সকাল ৯টার দিকে ‘ফেরি ফরিদপুর’ ও ‘ফেরি কুমিল্লা’ শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। তবে চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো ২-৩ ঘণ্টা লেগে যায়।


এর আগে তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে সোমবার রাত সাড়ে ৮টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কৃর্তপক্ষ।


উত্তাল পদ্মায় প্রচণ্ড স্রোতের বিপরীতে ফেরিগুলো চলাচল করতে না পারায় জানমালের নিরাপত্তায় সেগুলো বন্ধ রাখা হয়।


মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য (আইসি) আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া প্রান্তে আড়াই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে লঞ্চ এবং স্পিডবোট চলাচল সচল রয়েছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, লাশবাহী গাড়িসহ আরো কিছু জরুরি যান নিয়ে দুটি ফেরি ছাড়া হয়েছে। তার মানে এখনো ফেরি চলাচল পুরোপুরি সচল তা বলা যাবে না। তবে বেলা ১২টার পর তা স্বাভাবিক হয়ে আসে।’


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com